মুখের বুলি

প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২২ ১:১৫ pm , আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২ ২:৩৮ pm

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সাফিয়া নূর মোকাররমা

মুখের বুলি সোনার খনি,
কথ্য রূপে সাজে দারুণ,
মনের জাদু কথায় মধূ,
কথার মালা গেঁথে তরুণ।

মধ্য রাতে মায়ের ভাষা,
শত স্বপ্নে পণে আশা,
মায়ের মুখের মধুর বুলি,
শখের বশে রঙের তুলি।

আমার প্রাণে বাংলার ধ্বনি,
চিরন্তনে সত্যি আনি,
রফিক, শফিক ভাষার ছবি
লিখে কবিতা শত কবি।

২১ আমার জয়ের গান,
সদ্য গাওয়া নতুন গান,
২১ আমার নতুন আশা,
ভাষাশহীদদের প্রতি ভালোবাসা।

পুষ্প ভরা চুপটি করে
শ্রদ্ধারত মাথা,
মায়ের মুখের মধুর বুলি
ঘুঁচে সকল ব্যাথা।

(সাফিয়া নূর মোকাররমা, রামু,কক্সবাজার)