‘আবার একটু অল্প হোক/তোমায় নিয়ে কল্পলোক/অলি-গলি মোড়ে মোড়ে/তোমার-আমার গল্প হোক’;
‘নয়তো শরাব, নয়তো পানি/ নয়তো মরুর উট/আমার তৃষ্ণা মেটাতে পারে/কেবল তোমার ঠোঁট’
-এরকম সব মনোমুগ্ধকর অণুকাব্য নিয়ে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও সাহিত্যিক মোহাম্মদ মুহিবুল্লাহ’র প্রথম অণুকাব্য গ্রন্থ ‘প্রেমাণুকাব্য’। বইটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন। দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত এবং চমৎকার সব অলংকরণ করেছেন সাইফুদ্দিন সাইফু।
ঢাকা বইমেলার অক্ষরবৃত্তের ৪১০ নং স্টল এবং চট্টগ্রাম বইমেলার ১৪-১৫ নং স্টলে বইটি পাওয়া যাবে। এ ছাড়া খুলনা, সিলেটসহ দেশব্যাপী আয়োজিত বইমেলায় অক্ষরবৃত্তের স্টলে পাওয়া যাবে বইটি। পাশাপাশি অনলাইনে অর্ডার করা যাবে রকমারি’তে।
নিজের প্রথম বই সম্পর্কে মোহাম্মদ মুহিবুল্লাহ বলেন, ‘দুই বছরেরও বেশি সময় ধরে লেখা সাড়ে তিনশ’রও বেশি অণুকাব্য থেকে বাছাই করা মোট ১৭১টি অণুকাব্য থাকছে বইটিতে। সাথে থাকছে চমৎকার সব অলংকরণ। আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে। আপনি যদি অণুকাব্য পছন্দ নাও করেন, তারপরও বইটির কিছু কিছু অণুকাব্য আপনার ভালো লাগতে বাধ্য, হয়তো মনে গেঁথেও যাবে, এটা আমার বিশ্বাস।’
চট্টগ্রামের ছেলে মোহাম্মদ মুহিবুল্লাহ’র লেখালেখির সূচনা স্কুল জীবন থেকে। শুণ্য দশকের মাঝামাঝি থেকে নিয়মিতভাবে লিখে চলেছেন দেশের জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং সাময়িকীগুলোতে। লেখালেখির জন্য পেয়েছেন ‘সাপ্তাহিক এখন গল্প লেখা প্রতিযোগিতায়’ প্রথম পুরস্কার, ‘চ্যানেল আই-হৃদয়ে মাটি ও মানুষ নিবন্ধ প্রতিযোগিতায়’ তৃতীয় পুরস্কার, এবং ‘আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতায়’ প্রথম পুরস্কার।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ও ¯œাতকোত্তর এই লেখক বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার হিসেবে টেকনাফে কর্মরত।