– বেলাল আজাদ
মানবতা জ্বরে ভোগে, দয়া-মায়া গেছে ছুটে,
সততা ও.টি’তে, ন্যায়পরায়ণতা লাইফ সাপোর্টে,
কৃতজ্ঞতা উড়ে গেছে, নিমক হারামীরা মাঠে।
ধার্মিকেরা সুদ কারবারে, সমাজপতিরা শোষণে,
বিচারালয়ে অবিচার সব, হয়রান ক্ষণে-খানে,
আইন গুলো সব হাস্যরসা, ক’জনে বা মানে?
শিক্ষিতদের নাইরে কদর, অজ্ঞরাই সব বাঁধে,
গিন্নিরা সব মার্কেটে, স্বামীরা ঘরে রাঁধে,
তরুণনেরা সব উধাও এখন, পড়েছে কোন ফাঁদে?
নৈতিকতা ঝরে গেছে, দুর্গন্ধ সব ফুলে,
মুখের বলা, অন্য চলা- ভিন্ন তালে তালে,
আপনেরা সব দুরে দূরে, যাচ্ছে কেন ভুলে?
এ যে শেষ জমানার বাদ্য-ধ্বনি, বিশ্রী বেসুরে,
হয় না যেন এমন কভু-কারও, বহু বছর পরে,
মনের ঘৃণা, দ্বিধা, স্বার্থপরতা যাবে কবে ঝরে?
অবশেষে হাসপাতালে মানবতা- গেছে মরে!
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।