বেলাল আজাদ-এর কবিতা
সে দিনের ভবঘুরে ছেলেটাও আজ পাতি নেতা,
মঞ্চে উঠে বজ্র ভাষণ, সুরেলা বাণী-কত কথা।
ঐ পাড়ার সুপারী চোরটাও আজ সেক্রেটারী,
উন্নয়নের জোয়ারে ভাসাচ্ছে আজ গাঁও-নগরী।
মিছিল-মিটিং-এ ব্যস্ত নেতার কত দায়ভার,
ক’বছর হাটু পানির রাস্তাটা হয়নি সংস্কার।
নেতার নেতৃত্ব, উন্নতি আর সেবার বাহার,
দুঃখী জনের ভাগ্যে জুটেনি দু’বেলা আহার।
এখানে-ওখানে সবখানে নেতার ছড়াছড়ি,
ত্রাণ-দান নিয়ে চলে ভাগাভাগি-কাড়াকাড়ি।
এমন পাতি নেতার নেতৃত্ব লাগে কি কাজে?
সঠিক নেতৃত্ব হিতকর বটে, নয়তো বাজে।
দেশ ও দশ কে কিছু দিতে পারলেই নেতা বলা চলে,
আখের গোছানো নেতাগিরি ভেসে যাক নর্দমার ঢলে।