জাহাঙ্গীর আলমঃ
গত বিশটি বছর ধরে জীবনের সাথে যুদ্ধ করে চলছি। বহু কঠিন রাস্তা পার করেছি। রাস্তা চিনানোর লোক পাইনি। জীবনের সঠিক পথ চিনতে গিয়ে বহুবার পথ হারিয়ে ফেলেছি। নিজের প্রচেষ্টায় আবার সঠিক পথও খুঁজে নিয়েছি। বহু মানুষ চলার পথে হাত ধরেছে আবার বহু বিশ্বস্ত মানুষ হাত ছেড়ে দিয়েছে। মনোবল ছিল একমাত্র সঙ্গী। হাজারও রাত কেটেছে নির্ঘুম। গভীর সমুদ্রে ভেসেছি ভেলায়। বহু অপমানকে গায়ে মাখিনি। অপমান আর অবহেলাকে তেজে রুপান্তর করে পথ চলেছি। ভুল আমাকে কখনও ক্ষমা করেনি। বহু ভুল, বহু পথ নষ্ট করেছি। আমি ভুল হতে কমবেশী শিক্ষাও নিয়েছি।
চলার পথে প্রতিটি পদে প্রথম বাধাটি তৈরী করেছে কাছের লোকগুলো। অবহেলাগুলো বুকের ভেতরে তীরের মতো বিদ্ধ হয়েছে। রক্তাক্ত হয়েছি বহুবার। আজকাল সৃতিগুলো যেন খুব একটা মনে করতে পারছি না। আপন মানুষদের খুব বেশী ভালোবাসি। তাদের ভালোবাসা আমাকে পথ চলার শক্তি যুগিয়েছে।
জীবনে হতে চেয়েছি বার বার যাত্রী। বিধিবাম, সবসময় আমার হাতে চলে এসেছে স্টিয়ারিং। ভালোবাসার মানুষগুলোকে আগলিয়ে রাখতে রাখতে জীবনের বহু সময় হারিয়ে ফেলেছি। আমারও যে চলার পথে ভালোবাসার প্রয়োজন সেই কথা আমি বেমালুম ভুলে গেছি। যখন খুব তীব্র কষ্ট পাই, তখন অনুভব করি যদি কেউ মাথায় একটু হাত বুলিয়ে দিত! যদি একটু অভয় দিত; যদি একটু ভালবাসত, যদি একটু বুকে টেনে নিত! এমন মানুষ খুঁজছি আজ বিশটি বছর ধরে। যে আমাকে ভালোবাসবে নি:স্বার্থভাবে, মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে, আমার কষ্টগুলোকে তীব্রভাবে সে অনুভব করবে।
আমার কোন হতাশা নেই। আমি বহু যুদ্ধ জয় করেছি। আমার মনোবল অনেক দৃঢ়। জীবনে যা পণ করেছি আমি তাই পেয়েছি। বুক ভরা তেজ আমার চলার পথের মূল শক্তি। কখনও তীব্র অন্ধকারে পথ হারাই নি। একাকী জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছি। কিছু সিদ্ধান্ত ভাল ছিল, আর কিছু সিদ্ধান্ত ছিল ভুলে ভরা। ভাল সিদ্ধান্তগুলো আজকে আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। ভুলে ভরা সিদ্ধান্তগুলোকে ফুলে রুপান্তর করার প্রচেষ্টা করতে করতে আজ আমি ভীষন ক্লান্ত।
অনেক বড় একটি সমুদ্র পাড়ি দিব ভাবছি।

জাহাঙ্গীর আলম
সহকারি পরিচালক ও কক্সবাজার আঞ্চলিক টিম লিডার
কোস্ট ফাউন্ডেশন।