(১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে)
– মোঃ খাইরুল এনাম
একুশ আমায় দিয়েছে মাগো
তোমার মুখের ভাষা,
জাগলো মনে তেজোদৃপ্তে
স্বাধীন দেশের নেশা।
উর্দূ হবে রাষ্ট্র ভাষা
ছিল দাবী তার,
পাক হায়েনার ঘৃণিত ঘোষণা
হলোনা পূর্ণ আর।
সালাম, জব্বার, রফিক, বরকত
শহীদ হলো তারা,
বীর বাঙালি শ্রদ্ধায় নত
স্মরণ করি মোরা।
আমার ভাইয়ের রক্ত দিয়ে
রেখেছে ভাষার মান,
শহীদ মিনারে পুষ্প গোলাপে
করি তার সম্মান।
বিশ্ব ধরনীতে ভাষার জন্য
কে দিয়েছে প্রাণ,
সৃষ্টি পরে নাই ইতিহাস
নাই তু তার প্রমাণ।
আন্তর্জাতিক ভাষার মানে
স্বীকৃত বাংলা ভাষা,
জীবন দিয়ে সোনার ছেলেরা
পুরাল মনের আশা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।