স্টাফ রিপোর্টার:
প্রথা বিরোধী সব্যসাচী লেখক, রহিম আব্দুর রহিমের ‘তিতা মিঠা কড়া কথা’ বইটির প্রকাশক অভিযান। প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর। যার মুখবন্ধ লেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো.আখতারুজ্জামান।
বইটি একুশের বই মেলায় অভিযান প্রকাশনার নিজস্ব স্টল, ৫০নম্বরে পাওয়া যাচ্ছে।
মূল্যঃ৭২০/টাকা।
বইয়ের কোথায় স্থান পেয়েছে লেখকের শতসহস্র দ্রোহ,আবার কখনও প্রকাশ পেয়েছে মানব ও দেশ প্রেম,প্রতিধ্বনি হয়েছে সমাজ সংস্কারের শ্লোগান।মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস,ভাষা আন্দোলনের ইতিকথাও ওঠে এসেছে ।পুলিশ প্রশাসনের ভেতরে বাহিরের অজানা অনেক তথ্যই রয়েছে বইটিতে। লেখক তাঁর জেলাজীবনের ‘জেলখানার আদিপ্রান্ত’ অকপটে তুলে ধরেছেন।রয়েছে বেশ কিছু ভ্রমণ কাহিনী।বিগত আমলের সরকার দলীয় নেতাকর্মী এবং ক্ষমতাসীন রাষ্ট্ট যন্ত্রের নিপীড়ন নির্যাতন ও গণবিরোধী কর্মকান্ডের চিত্রও তাঁর লেখায় স্পষ্ট হয়েছে।কোভিডকালীন স্রোতের বিপরীতে তাঁর কলম চলেছে সমান্তরাল।পাঠক বইটিতে সব ধরনের রস খুঁজে পাবেন এধারনা অমূলক নয়।