আবদুল নবী
বসন্ত এসেছে কোকিলের কণ্ঠে
মধুর প্রতারনা নিয়ে ধরার বুকে।
তবে রেশ রয়ে গেলো খনখনে শীতের
মনের আকুতি আর্তচিৎকারে।
আমি ক্লান্ত মনে আজও অক্লান্ত
কান্নায় জোয়ার এনেছি বুকে,
সুখের সন্ধানে দৌড়েছি স্যাঁতসেঁতে
বালির সদৃশ্য মরিচীকার চাকচিক্যে।
বহু রূপে সেজেছে প্রকৃতি ছোঁয়ায় ছোঁয়ায়
অতিথি পাখির মধুর কণ্ঠে গানে কর্ণপাতে
হারিয়েছি স্বত্বা; তবে তুমি আসলে না আমার নীড়ে।
চতুর্দিক আজ সবুজ ও ফুলের সুভাসে সবাই
কত আনন্দ সুখে বসন্তের সাজে মনেও।
তবুও কেনো এই নিঃশ্বাসে মরণ বীণ বাজে!
দেখিনি তোমায় যেদিন চলে গেলে বাহু ছেড়ে
সুখের সন্ধানে; তবে কি পেয়েছো সুখ খুঁজে!
নাকি সুখ সন্ধ্যানে ব্যস্ত আজও?
লেখার সময়: ২৪ ফেব্রুয়ারী ২০২৩ইং
প্রেক্ষাপট: বসন্তকালে মনের শূন্যতাবোধ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।