মোঃ খাইরুল এনাম
বুলেট বিদ্ধ ক্ষতে লাশের সারিতে
ফুল আমি দেব না, কভু না !
আমি শোষিত, ঘামে, ত্যাগে, নির্মানে
শোষকের নিয়ম আমি মানিনা না ?
আমি দূর্বার, আমি ঝঞ্জার, আমি ক্ষুদ্ধ
তপ্ত রোদ্দুরের লৌহ পাঞ্জা মোর,
ভাঙব তালা, ছিড়িয়া ছত্রখান শিকল
গর্জনে হুঙ্কারে আঘাতে খুলিব দোর।
আমি শ্রমিক আমি নির্মাতা, কুলি, মজুর
দাসত্বের শৃঙ্খল ভেঙে চুরমার,
ওরে শোষক রাত দিনের খাটুনি আমার
কেন তোমাগো এত দরকার ?
সূর্য জাগা, অস্র যাওয়ার এইতো সময়
দিতে হবে কেন খাটুনি অবিরাম?
শোষকের দাবি মানতে হবে, না হয় যেন
দেবেনা শ্রমিকের মূল্য ঘামের দাম!
ন্যায্য শ্রমের দাবিতে যুক্তরাষ্ট্রের শহরে
শ্রমিক আন্দোলনে পড়ে লাশের স্তুপ,
সারা বিশ্বে বহে উত্তাল শ্লোগানের ঝাণ্ডা
ফেটে পড়ে কোটি জনতার মহা ক্ষোভ।
শোষকের বিরুদ্ধে শোষিতের হয় বিজয়
সাগর উত্তাল শ্রম দাবি থামায় কে ?
এলিয়েনের গভর্নর তার রায়ে দে ঘোষণা
আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে।।
কবি : পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।