সংবাদ বিজ্ঞপ্তি:
বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ‘গণমাধ্যম গবেষক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. গোলাম রহমান বলেছেন, দেশের ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধে অংশ গ্রহণসহ সর্বক্ষেত্রে তরুণরাই এগিয়ে এসেছেন। যে কোন বিষয়ে নতুন নতুন সৃষ্টিশীল কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করছেন এসব তরুণেরা। বঙ্গোপসাগরীয় সভ্যতার ভূমিপুত্র, লেখক, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুর বাংলাদেশের সাংবাদিকদের জন্য এমন একটি কাজ করেছেন। শুধুমাত্র তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িতদের কল্যাণে কাজ করে যাচ্ছেন নিরবে নিভৃতে’।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যে মাসব্যাপী বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৪ এর ২৯ তম দিনে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন চত্বরে তাঁর দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘দেশের সাংবাদিকতার চলমান শত শত অসংগতি খোঁজা গবেষণালব্ধ “মফস্বল সাংবাদিকতা যতকথা” ও কবিতাবই “শর্তহীন নৈঃশব্দ্যের প্রণেতা ইতোমধ্যে ২০১৫ সালে তার নিজ জেলার সাংবাদিকতার একশো বছরের ইতিহাস সম্বলিত গবেষণাগ্রন্থ ‘কক্সবাজার সাংবাদিক কোষ’ বইটি প্রকাশ করে তিনি পথিকৃতের মর্যাদা দখল করেছেন অনেক আগেই’।
‘জীবতদশায় অনেকেই তার কাজের জন্য মূল্যায়িত হন না উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসের পথরেখায় এসব মানুষ ঠিকই তার স্থান করে নেন বলে জানান তিনি’।
বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘বঙ্গোপসাগরের তীরে সাংবাদিক আজাদ মনসুর এর আগেও সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের পাশাপাশি বিশিষ্টজনদের নিয়ে কাজ করেছেন। তার এ প্রয়াস দেশের সাংবাদিকদের কল্যাণে দ্যুতি ছড়াবে নিশ্চিত’।
‘প্রান্তিক জনপথ থেকে এসে জাতীয়ভাবে এক সাথে দু’টি গ্রন্থ প্রকাশ করে অনন্য সাধারণ অবদান রাখতে সক্ষম হয়েছেন আজাদ মনসুর। যা বর্তমান ও পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে মনে করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক’।
মফস্বল সাংবাদিকদের জীবিকা নির্বাহের পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনও আসবে বলে ধারণা উপস্থিত বক্তাদের।
এসময়, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক নজিবুল ইসলাম, ট্যাক্স ও ভ্যাটের আইন পরামর্শক ড. শরীফ সাকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য, কবি মোহাম্মদ আলী, বাংলাদেশ পুলিশের সচিবালয়ের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্বে থাকা এসবিআই (এসবি) মো. নুর আলম বক্তব্য রাখেন।
কবি, সম্পাদক ও প্রকাশক মনির ইউসুফের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন,এডুসেন্ট্রিকের প্রকাশক মিনহাজ উদ্দিন মিরান।
শেষে অনুভূতি ব্যক্ত করে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান, একাধিক গ্রন্থের প্রণেতা সাংবাদিক আজাদ মনসুর।
লেখকের পরবর্তী বইয়ের মধ্যে, ‘বাংলাদেশ সাংবাদিক কোষ, ‘বাংলাদেশের সংবাদপত্র, সাংবাদিকতা ও সাংবাদিক’, ‘কক্সবাজার সাংবাদিক কোষ’ দ্বিতীয় সংস্করণ, ভ্রমণবিষয়ক ‘মক্কা মদিনার বাঁকে’, ‘আত্মচরিত-ঝরাপাতার গল্প’ বাংলাদেশের পর্যটন শিল্প’সহ একাধিক বইয়ের কাজ শেষের দিকে।
বইটি পাওয়া যাবে
বইমেলা স্টল নং: ঢাকা ৫৩ (ক), চট্টগ্রাম বইমেলার ১৪০, প্রথম প্রকাশ : একুশে গ্রন্থমেলা ২০২৪
প্রকাশক : এডুসেন্ট্রিক Educentric
দুইটি বইয়ের প্রচ্ছদ করেছেন: সাহেদ সাদ উল্লাহ (আমেরিকা প্রবাসী)
মফস্বল সাংবাদিকতা যতকথা বইটির দাম বাংলাদেশি মূল্যে : ৪০০ টাকা ইউএস মূল্যে ১২ ডলার রাখা হয়েছে।
বইটির হার্ড কপি অনলাইনে কিনতে ভিজিট করুন www.lillahmart.com
ই-বুক ও অডিও বুক পেতে ভিজিট করুন www.readersfm.com
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।