সময়

প্রকাশ: জানুয়ারী ১, ২০২২ ৪:০১ pm

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


জামাল হোসেন

 

জগতের ভুল অনুমান

বাড়ায় জনে জনে দুরত্ব আর যত ব্যবধান।

একদিন সব ভুল বুঝাবুঝির হয় অবসান ।

কিন্তু তখন, সময় কী আর থাকে?

এসময়ের সময়গুলো তখন বড়ই স্বার্থপর হয়ে

আমাদের দিনকে রাত আর রাতকে করে তোলে দিন !

হয়তোবা কেউ পরিস্থিতির শিকার,

আবার কেউবা শিকার নিজেই নিজের কর্মপরিণতির!

 

০১ জানুয়ারী, ২০২২ খ্রিঃ| ১৭ পৌষ, ১৪২৮ বাংলা